Published on 19 Jan, 2025
বাংলাদেশে কর্মসংকট একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ, যা দূর করার অন্যতম উপায় হলো কারিগরি শিক্ষার প্রসার। কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র তত্ত্বীয় জ্ঞান নয়, বাস্তবিক দক্ষতাও অর্জন করে। ফলে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে সক্ষম হয়।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৪ সাল থেকে মাধ্যমিক, মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা দেওয়া হবে। নবম ও দশম শ্রেণিতে অন্তত একটি কারিগরি বিষয় বাধ্যতামূলকভাবে শেখানো হবে।
এ বছরের মধ্যেই ৬৪০টি প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা শুরু হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে।
কারিগরি শিক্ষার সাফল্যের পথে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
করণীয়:
কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ সময়োপযোগী এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু কর্মসংস্থান সঙ্কট দূর করবে না, বরং দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতেও সহায়তা করবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে।